৯ বারের বিধায়ক আজম খান এবারও রামপুর কেন্দ্র থেকে জিতেছেন। ১১ তারিখ নির্বাচনের ফল প্রকাশের পর তিনি শংসাপত্র আনতে যান। সেই সময়ই কাদা ও নোংরা রাস্তা নিয়ে রামপুর সদরের মহকুমা শাসক অভয় কুমার এবং অন্য এক আধিকারিককে ধমক দেন। তিনি প্রশ্ন করেন, ‘এই কারণেই কি আপনাকে এখানে বদলি করে এনেছি? আপনি দ্রুত রঙ বদলে ফেলেছেন। এটাও কি মোদী বলে দিয়েছেন?’ সংশ্লিষ্ট আধিকারিকরা আজম খানের এই আক্রমণের জবাবে কোনও কথা বলেননি।
উত্তরপ্রদেশে এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে উন্নত রাস্তা, এক্সপ্রেসওয়ের কথা বলেছিলেন অখিলেশ যাদব। কিন্তু তাঁর দলের ৯ বারের বিধায়ক আজম খানই মেনে নিলেন, তাঁর নিজের কেন্দ্রেই রাস্তার হাল খুব খারাপ। সরকারি আধিকারিকদের চোটপাট করলেও, খারাপ রাস্তার দায় অবশ্য নিতে নারাজ আজম খান।