লখনউ: ভারতীয় সেনা জম্মু কাশ্মীরে মহিলাদের ওপর অত্যাচার চালাচ্ছে। তাই মহিলারা বাধ্য হয়ে সেনাকর্মীদের যৌনাঙ্গ কেটে নিচ্ছেন। এমনই আপত্তিকর মন্তব্য করে ফের বিতর্কে সমাজবাদী পার্টির সদা বিতর্কিত নেতা আজম খান। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা রুজু হয়েছে।
আজমের বিরুদ্ধে এক নয়, মামলা রুজু হয়েছে একাধিক। একটি লখনউয়ের হজরতগঞ্জ ও অন্যটি লখনউয়েরই গৌতমপল্লী পুলিশ স্টেশনে।
পশ্চিম উত্তরপ্রদেশে, নিজের শক্ত ঘাঁটি রামপুরে এক অনুষ্ঠানে আজম মন্তব্য করেন, কাশ্মীর, ঝাড়খণ্ড, অসম- সব জায়গায় মহিলারা সেনাদের পেটাচ্ছেন। তাদের গোপনাঙ্গ কেটে নেওয়া হচ্ছে। ভারতের আসল রূপ হল, মহিলারা সেনা ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছেন। এটা এমন একটা বার্তা যার জন্য হিন্দুস্থানের লজ্জিত হওয়া উচিত।
তাঁর এই মন্তব্যে গোটা উত্তরপ্রদেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। সম্ভালে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তাঁর কুশপুতুল দাহ করেন, দাবি করেন, আজমকে জেলে পাঠাতে হবে। একইভাবে প্রতিবাদ হয় চান্দৌসি, জৌনপুর, মথুরা ও লখিমপুর খেরিতে।
যদিও পরিস্থিতি সুবিধেজনক নয় বুঝে আদম অবস্থান পাল্টাতে চেষ্টার ত্রুটি করেননি। বলেন, সংবাদমাধ্যম তাঁর কথার ভুল ব্যাখ্যা করেছে। সেনার মনোবল তাঁর থেকে কী করে ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি তো কেউ না। আরে, সেনার মনোবল তখনই তলানিতে ঠেকেছিল, প্রধানমন্ত্রী যখন পাকিস্তান গিয়েছিলেন।
সেনার বিরুদ্ধে কুমন্তব্য, আজমের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jul 2017 05:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -