বিয়ে করে ‘পুরুষত্ব’ প্রমাণ দিন, বললেন আজম খান, পাল্টা তোপ আদিত্যনাথের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2016 09:04 AM (IST)
গোরখপুর: বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথকে বিয়ে করে ‘পুরুষত্ব’ প্রমাণের পরামর্শ দিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী আজম খান। একইসঙ্গে দেশের সাধু-সন্ন্যাসীদের ‘হতাশ’ আখ্যা দিয়ে বিতর্ক বাড়ালেন তিনি। একটি অনুষ্ঠানের অবকাশে তিনি বলেন, ‘আগে বিয়ে করে পুরুষত্ব প্রমাণ করতে হবে আদিত্যনাথকে। একজন মহান্ত ভালোবাসা কী, তা কীভাবে বুঝবেন..তাই প্রথমে বিয়ে করে বংশবিস্তারের কাজ করতে হবে তাঁকে’। দেশের সব সাধু-সন্তদেরই তিনি পুরুষত্বহীন মনে করেন কিনা, এই প্রশ্নের জবাবে আজম বলেন, তাঁরা হতাশ। আজমের মন্তব্যে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন আদিত্যনাথ। তিনি মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবের কাছে আজমকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আজম খান মানসিক ভারসাম্য হারিয়েছেন, তাঁর চিকিত্সা দরকার। বিজেপির রাজ্য সভাপতি কেশব প্রসাদ মৌর্য্যও আজমের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, এটা আজমের মানসিক দীনতার প্রতিফলন। আজমের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। সংগঠনগুলির কর্মীরা আজম খানের বিরুদ্ধে ধর্ণায় বসে। সামজবাদী পার্টি নেতার কুশপুতুলও দাহ করা হয়।