লখনউ: দেশজুড়ে গোহত্যা বন্ধ হোক। কেরল, পশ্চিমবঙ্গ, ত্রিপুরার মত রাজ্যে গোহত্যা চলবে অথচ অন্য রাজ্যে চলবে না, এটা কেন? প্রশ্ন আজম খানের। সমাজবাদী পার্টির এই বরিষ্ঠ নেতার বক্তব্য, দীর্ঘদিন ধরে প্রাণীহত্যা বন্ধের পক্ষে সওয়াল করে আসছেন তিনি।


আজম খানের আরও প্রশ্ন, আইনি আর বেআইনি পশুহত্যা আবার কী? বৈধ-অবৈধ না দেখে সমস্ত কসাইখানা বন্ধ করে দেওয়া হোক। কোনও পশু কাটারই দরকার নেই।

উত্তরপ্রদেশ সরকার যেভাবে শুধু বৈধ কসাইখানাগুলিকে চালু থাকার অনুমতি দিয়েছে, তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আজম। তাঁর বক্তব্য, এর মানে, বৈধ কসাইখানায় পশু কাটা হলে অসুবিধে নেই। কিন্তু যখন বেআইনি কসাইখানায় একইভাবে তাদের কাটা হচ্ছে, তাতেই যত অসুবিধে।

মুসলমানদের মাংস ভক্ষণ বন্ধেরও পরামর্শ দিয়েছেন তিনি। সমস্ত মুসলমানের কাছে তাঁর আবেদন, মাংস খাওয়া ছেড়ে দিন, মাংস খেতেই হবে, এমন কিছু ইসলামে বলা নেই। এ ব্যাপারে ভাবনাচিন্তা করুন তাঁরা।

উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ গতকাল বলেন, রাজ্য সরকার শুধু অবৈধ কসাইখানার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, যাদের লাইসেন্স রয়েছে, তাদের চিন্তার কিছু নেই। তারই জবাব দিলেন আজম।