লখনউ: জয় প্রদা তাঁকে আলাউদ্দিন খিলজির সঙ্গে তুলনা করেছেন। রেগে আগুন আজম খান জবাব দিলেন অত্যন্ত আপত্তিকর ভাষায়, তাঁকে নাচনেওয়ালি বলে।

টুইটারে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সমর্থকদের সামনে বক্তৃতা দিতে গিয়ে সমাজবাদী পার্টি নেতা আজম খান বলছেন, শুনেছি, পদ্মাবত ছবিতে খিলজির চরিত্র অত্যন্ত খারাপ করে দেখানো হয়েছে। শুনেছি, খিলজির আসার আগেই পদ্মাবতী দুনিয়া ছেড়ে চলে যান। কিন্তু এখন এক মহিলা, এক নাচনেওয়ালি আপনাদের এই ভৃত্যের ব্যাপারে কী না কী বলেছে। এখন বলুন তো, নাচ গান করে যারা, তাদের সঙ্গেও ঝগড়া করতে হয় যদি, তাহলে রাজনীতি কখন করব!

দেখুন সেই ভিডিও

[embed]https://twitter.com/Indiaaakash/status/972722626425696256[/embed]

শনিবার প্রাক্তন অভিনেত্রী ও এসপি নেত্রী জয়া প্রদা মন্তব্য করেন, পদ্মাবতে আলাউদ্দিন খিলজির চরিত্র দেখে তাঁর আজম খানের কথা মনে হয়েছে। ২০০৯-এ উত্তর প্রদেশের রামপুর থেকে লোকসভা ভোটে দাঁড়ানোর সময় তাঁকে প্রচণ্ড হেনস্থা করেন আজম।