নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ফিটনেস-ভিডিও পোস্ট করা এবং বিভিন্ন ব্যক্তিকে ফিটনেস-চ্যালেঞ্জ দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন সমাজবাদী পার্টি নেতা আজম খান। তাঁর তোপ, দেশে যখন সেনা জওয়ান, সাংবাদিক, শ্রমিক ও সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, তখন প্রধানমন্ত্রী ফিটনেস-ভিডিও পোস্ট করতে ব্যস্ত।


সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলা ও পাকিস্তানের সেনাবাহিনীর সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ফলে একাধিক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। রাইজিং কাশ্মীর সংবাদপত্রের সম্পাদক সুজাত বুখারি ও তাঁর দুই দেহরক্ষীকে গুলি করে মারা হয়েছে। এই পরিস্থিতিতে মোদীর তীব্র সমালোচনা করে আজম বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে নিজের ফিটনেসের দিকে নজর দিতে হবে। তাই সেনা জওয়ান, সাংবাদিক, সাধারণ মানুষ, শ্রমিক ও ছাত্র-ছাত্রীদের হত্যার বিষয়টি গৌণ হয়ে গিয়েছে। একদিকে যখন জওয়ানদের খুন করা হচ্ছে, অন্যদিকে তখন প্রধানমন্ত্রী সিট-আপ করতে ব্যস্ত। প্রধানমন্ত্রী ফিট, কিন্তু দেশ আনফিট।’

এর আগে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও মোদীর ফিটনেস-ভিডিওর সমালোচনা করে এটিকে হাস্যকর বলেছিলেন। এবার আজমও এই ইস্যুতে মোদীকে তোপ দাগলেন।