তেলঙ্গানা কংগ্রেসের অস্থায়ী সভাপতি নিযুক্ত আজহারউদ্দিন, ২০১৯-এ ভোটে লড়তে চান সেকেন্দ্রাবাদ থেকে
Web Desk, ABP Ananda | 30 Nov 2018 06:41 PM (IST)
নয়াদিল্লি: তেলঙ্গানায় বিধানসভা ভোটের দিনকয়েক আগে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনকে প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পদে বসানো হল। পাশাপাশি তেলঙ্গানার দলীয় ইউনিটে বি এম বিনোদ কুমার, জাফর জাভেদকে সহ সভাপতি পদে ও আট নতুন সাধারণ সম্পাদক ও চার সম্পাদক নিয়োগেও ছাড়পত্র দিয়েছেন রাহুল গাঁধী। প্রাক্তন দলীয় সাংসদ আজহারকে তেলঙ্গানা প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পদে বসানোর সিদ্ধান্ত জানান এআইসিসির সাধারণ সম্পাদক অশোক গেহলট। প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়কের ক্রিকেট কেরিয়ারে আচমকা ইতি পড়ে তাঁর বিরুদ্ধে ২০০০ সালে কুখ্যাত ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ওঠায়। তাঁকে আজীবনের জন্য নিষিদ্ধ করে বিসিসিআই। যদি ২০১২-য় সেই নিষেধাজ্ঞা বেআইনি বলে রায় দেয় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। ২০০৯-এ কংগ্রেসে যোগ দিয়ে সে বছরই উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে তাদের সাংসদ হন তিনি। ২০১৪য় রাজস্থানের টঙ্ক-সাওয়াই মাধোপুরে কেন্দ্রে ফের ভোটে লড়লেও সফল হননি আজহারউদ্দিন। ২০১৯-এ তেলঙ্গানার লোকসভা ভোটে প্রার্থী হতে চাইছেন হায়দরাবাদের ছেলে এই প্রাক্তন নামী ক্রিকেটার। ৭ ডিসেম্বর ভোটগ্রহণ তেলঙ্গানায়। কংগ্রেস সেখানে কে চন্দ্রশেখর রাওয়ের তেলঙ্গানা রাষ্ট্র সমিতির সরকারকে ক্ষমতাচ্যুত করতে হাত মিলিয়েছে তেলুগু দেশম পার্টির সঙ্গে।