আহমেদাবাদ: গুজরাতের পুর ও পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির জনপ্রিয়তায় ধসের ধারা অব্যাহত রয়েছে। গত বিধানসভা ভোটে যেখানে গ্রামাঞ্চলে বিজেপির ভোটের হার কমে গিয়েছিল, সেখানে সদ্যসমাপ্ত পুর ও পঞ্চায়ের নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিজেপি বেশিরভাগ আসনে জিতলেও গতবারের থেকে তাদের আসন কমে গিয়েছে। শহরাঞ্চলেও তাদের ভোটব্যাঙ্কে থাবা বসিয়েছে বিরোধীরা। তবে আশঙ্কার মধ্যেও স্বস্তির খবর বিজেপির। গত বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের শহর ভডোদরায় বিজেপি প্রার্থী হেরে গিয়েছিল। কিন্তু পুর নির্বাচনে এখানে ঘুরে দাঁড়িয়েছে বিজেপি। ভডনগর পুরসভার ২৮ আসনের মধ্যে ২৭ টিতেই জয়ী হয়েছে বিজেপি। কংগ্রেসকে সন্তুষ্ট থাকতে হয়েছে মাত্র একটি আসন নিয়ে।
বিজেপি মুখপাত্র হরশাদ পটেল বলেছেন, ভডনগরের ভোটে আমরা বিপুল ভোটে জিতেছি।
কংগ্রেস এবং অন্যান্য বিরোধীরা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ কারচুপির অভিযোগ তুলেছে। এই অভিযোগে কংগ্রেস কর্মীরা এবং কয়েকজন নির্দল প্রার্থী মামলতদারের অফিসে ভাঙচুর চালায় বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করেছে।
উল্লেখ্য, গত বিধানসভা ভোটে উঞ্জা আসনে কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীকে ১৯ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছিলেন। এই আসনেরই অন্তর্ভূক্ত ভডোদরা।
বিধানসভা নির্বাচনে হারলেও পুর ভোটে প্রধানমন্ত্রীর নিজের শহর ভডনগরে বিপুল জয় বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Feb 2018 01:16 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -