ভুবনেশ্বর: শাড়ি থেকে আমুল বিজ্ঞাপন- বাহুবলী সবেতেই। যাবতীয় রেকর্ড ভাঙা এস এস রাজামৌলির এই ব্লকবাস্টার ছবি এবার পৌঁছে গেল চিড়িয়াখানাতেও। ওড়িশার নন্দন চিড়িয়াখানায় জন্ম নিয়েছে এক ব্যাঘ্রশিশু। নাম রাখা হয়েছে বাহুবলী।
নন্দনে উপস্থিত দর্শকরা হইহই করে ভোট দিয়েছেন বাহুবলী নামের পক্ষে।
গতকাল রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী বিজয়শ্রী রুতরের উপস্থিতিতে ওই বাঘের ছানার নামকরণ হয়েছে।
নন্দনে জন্ম নিয়েছে ৭টি বাঘের ছানা। বাহুবলী ছাড়া বাকি ছটার নাম হল কুন্দন, আদ্যাশা, সাহিল, সিনু ও মৌসুমী।
ওড়িশার এক চিড়িয়াখানায় জন্ম নিল বাহুবলী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 May 2017 11:16 AM (IST)
প্রতীকী চিত্র
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -