মুম্বই: তামিলনাড়ুর তুতিকোরিনে স্টারলাইট বিরোধী আন্দোলনের পিছনে ছিল ''আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী'দের উস্কানি। এমনই দাবি করেছেন যোগগুরু বাবা রামদেব। লন্ডনে বেদান্ত রিসোর্সের চেয়ারম্যান অনিল আগরওয়ালের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেছেন রামদেব।
রামদেব ট্যুইটারে অনিল আগরওয়াল ও তাঁর স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন রামদেব। একইসঙ্গে শিল্পপতির ভূয়সী প্রশংসা করে দেশ গঠনের কাজে অবদানের কথা উল্লেখ করেছেন রামদেব।





অন্য এক ট্যুইটে স্টারলাইট ও বেদান্তকে সমর্থন করে রামদেব তুতিকোরিনের বিক্ষোভের পিছনে বিদেশী ষড়যন্ত্রকারীদের উস্কানির ইঙ্গিত দিয়েছেন রামদেব।



গত মে মাসে তীব্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তামিলনাড়ু সরকার তুতিকোরিনে বেদান্ত গোষ্ঠীর তামার কারখানা 'স্থায়ীভাবে' বন্ধ করে দেয়। উল্লেখ্য, স্টারলাইট বিরোধী আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল তুতিকোরিন। পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যু হয়। জখমের সংখ্যা কমপক্ষে ১০২ জন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্টারলাইট দূষণ নিয়ন্ত্রণ বিধি মানছে না। এতে ওই অঞ্চলের অধিবাসীর স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়েছে।