নয়াদিল্লি: এরমধ্যেই বাজারে ছেয়ে গেছে রামদেবের পতঞ্জলির তৈরি বিভিন্ন খাদ্যদ্রব্য, প্রসাধনী সামগ্রী, ওষুধে। সেই সমস্ত জিনিষের চাহিদাও ক্রেতাদের মধ্যে মারাত্মক। একদিকে কম দাম, অন্যদিকে আয়ুর্বেদিক উপায়ে তৈরি। সবমিলিয়ে পতঞ্জলি এরমধ্যেই বাজারচলতি নামীদামি বহুজাতিক সংস্থাকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে। এবার বাজারে আসছে পতঞ্জলির তৈরি স্বদেশী পোশাক। পুরুষ, মহিলা এবং শিশু প্রত্যেকের জন্যে পতঞ্জলি বাজারে আনছে পোশাক। প্রথম বছরেই প্রায় পাঁচ কোটি টাকার ব্যবসা করার লক্ষ্য রয়েছে বাবা রামদেবের সংস্থার।
সূত্রের খবর, মূলত স্বদেশী উপকরণেই তৈরি হবে রামদেবের সংস্থার পোশাক। জানা গিয়েছে, আগামী বছর এপ্রিলের মধ্যেই পতঞ্জলির পোশাক চলে আসবে বাজারে। সংস্থারই এক মুখপাত্র জানিয়েছেন, সব শ্রেণীর জনসাধারণের জন্যেই পোশাক তৈরি করবে পতঞ্জলি। নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তের জন্যে যেমন থাকবে ভ্যালু ফর মানি ক্লথস, তেমনই অভিনব ডিজাইনের পোশাকও থাকবে যাঁরা একটিু বেশি খরচ করতে পিছপা হবেন না তাদের জন্যে। হাতে বোনা পোশাকও যেমন তৈরি করবে পতঞ্জলি, তেমনই মেশিনে তৈরি পোশাকও থাকবে এই ব্র্যান্ডের। পাওয়া যাবে পতঞ্জলির ডেনিমও।
আপাতত ঠিক হয়েছে, পতঞ্জলির পোশাকের ব্র্যান্ডের নাম হবে পরিধান। এই ব্র্যান্ডের পোশাক পাওয়া যাবে সারা দেশের আড়াইশোটি রিটেল আউটলেটে। এছাড়া বিগ বাজারের সমস্ত আউটলেট ও খাদির মাধ্যমেও পোশাক বেচবেন রামদেব। প্রথমে আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে বাজারে পা রেখেছিল পতঞ্জলি। তারপর ধীরে ধীরে সমস্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী স্বল্পমূল্যে বাজারে আনে তারা। সম্প্রতি নিরাপত্তা পরিষেবা প্রদান করার ব্যবসায় পা রেখেছে রামদেবের সংস্থা। সংস্থার নাম রাখা হয়েছে পরাক্রম সুরক্ষা প্রাইভেট লিমিটেড।
প্রসাধনী, খাদ্যদ্রব্যের পর এবার রামদেবের পতঞ্জলি বাজারে আনছে স্বদেশী পোশাক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Aug 2017 05:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -