লন্ডন: এবার মাদাম তুসোর মিউজিয়ামে জায়গা করে নিতে চলেছেন যোগগুরু রামদেব। এই প্রথম ওই মিউজিয়ামে কোনও সাধুর মূর্তি বসবে।
এখনও পর্যন্ত ১২ জন ভারতীয় ব্যক্তিত্বের মূর্তি বসেছে লন্ডনের মাদাম তুসোর মিউজিয়ামে। এঁদের মধ্যে রয়েছেন নরেন্দ্র মোদী, ইন্দিরা গাঁধী, মোহনদাস কর্মচন্দ গাঁধী, সলমন খান, শাহরুখ খান প্রমুখ। এবার সেখানেই যোগগুরুর মূর্তি বসতে চলেছে।
মূর্তি তৈরির জন্য গতকাল ঘণ্টাতিনেক ধরে রামদেবের শারীরিক মাপ নেওয়া হয়। তাঁর ২০০-র বেশি ছবি তোলা হয়। মূর্তিতে তাঁকে দেখা যাবে বৃক্ষাসন মুদ্রায়।
দিল্লিতেও রয়েছে এই মিউজিয়ামের শাখা। সেখানেও বসবে রামদেবের মূর্তি।
লন্ডনের মাদাম তুসোয় এবার বসছে রামদেবের মূর্তি
ABP Ananda, Web Desk
Updated at:
26 Jun 2018 12:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -