দেহরাদুন: বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন দেখানোর অভিযোগ। ২০১২ সালে এই মর্মে জেলা খাদ্য নিরাপত্তা দফতর আদালতে একটি মামলা দায়ের করে। বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনের দেখানোর অভিযোগে পতঞ্জলিকে ১১ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল আদালত। উত্তরাখণ্ডের হরিদ্বারের এক আদালত এই রায় দিয়েছে। আগামী একমাসের মধ্যে এই জরিমানার অর্থ পতঞ্জলি আয়ুর্বেদকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, পতঞ্জলি আয়ুর্বেদের দ্বারা প্রস্তুত সরষের তেল, নুন, আনারসের জ্যাম, বেসন এবং মধু গুনগত মানের পরীক্ষায় পাস করতে পারেনি রুদ্রপুর পরীক্ষাগারে। খাদ্য নিরাপত্তা দফতরের যে নির্দেশিকা আছে, তা পূরণ করতে পারেনি পতঞ্জলির এই সমস্ত পণ্যগুলো। অথচ নিজেদের বিজ্ঞাপনে পতঞ্জলি তাঁদের সংস্থার পণ্য কতটা খাঁটি অন্য প্রতিযোগী সংস্থাগুলোর চেয়ে, সেটাই একাধিকবার দাবি করেছে।
উল্লেখ্য এবছরের গোড়ার দিকে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া বা এএসসিআই ফের পতঞ্জলির বিরুদ্ধে তাদের বিজ্ঞাপনের মাধ্যমে প্রতিযোগী সংস্থাগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তোলে।
এমনকি পতঞ্জলি তাঁদের সংস্থার ফলের রসের বিজ্ঞাপনে দাবি করে, তাঁদের প্রতিযোগী সংস্থা ফলের রসের বেশি দামে নিচ্ছে, কিন্তু খাঁটি জিনিষ দিচ্ছে না। একই কথা তাঁরা পতঞ্জলি দুগ্ধমৃতর ক্ষেত্রেও দাবি করেন। তাঁদের দাবি, অন্য প্রতিযোগী সংস্থা তাঁদের পণ্যে ৩ থেকে ৪ শতাংশ ইউরিয়া এবং অন্য আরও কিছু জিনিষ মেশায়। কিন্তু তাঁদের সংস্থার পণ্য একেবারে খাঁটি বলে দাবি করা হয় বিজ্ঞাপনে। পতঞ্জলির বিরুদ্ধে তাঁদের মাথায় মাখার তেল ও কাপড় কাচার সাবানের বিজ্ঞাপনেও বিভ্রান্তিমূলক প্রচার করার অভিযোগ উঠেছে।
বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনের অভিযোগ, বাবা রামদেবের পতঞ্জলির বিরুদ্ধে ১১ লক্ষ টাকার জরিমানা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Dec 2016 09:22 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -