নয়াদিল্লি: গেরুয়া বসনই ধর্মগুরু হওয়ার একমাত্র মাপকাঠি নয়। বেআইনি কাজকর্মে যুক্ত স্বঘোষিত ধর্মগুরু বা বাবা-দের অধিকারের সীমারেখা ছাড়িয়ে যাওয়ার জন্য শুধু জেলে পাঠালেই হবে না, ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলা উচিত। বললেন যোগগুরু রামদেব। এ ক্ষেত্রে কোনও সমঝোতা হতে পারে না বলে অভিমত জানিয়েছেন তিনি।

স্বঘোষিত গডম্যান দাতি মহারাজের বিরুদ্ধে ধর্ষণ ও জালিয়াতির নতুন অভিযোগ প্রকাশ্যে আসার পর এই প্রতিক্রিয়া জানিয়ে রামদেব বলেছেন, প্রত্যেক পেশার নিজস্ব একটা গন্ডি, কিছু প্রটোকল থাকে। ধর্মগুরু, বাবাদের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম। শুধু গেরুয়া পোশাক পরলেই কাউকে বাবা বলা যায় না। চরিত্র ঠিক রাখাই আসল কথা। দু বছর আগে নিজের আশ্রম শান্তি ধামে এক শিষ্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে দাতি মহারাজের বিরুদ্ধে। এর তদন্ত করছে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা।