চন্ডীগড়: বিজেপিতে যোগ দিলেন কুস্তিগীর মহাবীর সিংহ ফোগত ও তাঁর মেডেলজয়ী কন্যা ববিতা ফোগত, যাঁকে নিয়ে তৈরি হয়েছে বলিউডি ছবি ‘দঙ্গল’। বিজেপিতে যোগদানের কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে মহাবীর বলেন, নরেন্দ্র মোদী সরকারের নীতি, কর্মকাণ্ড দেখে আমরা অনুপ্রাণিত। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের মাত দু মাস বাকি থাকতে বাবা-মেয়ে বিজেপিতে যোগ দিলেন। এতে তাদের ভোটে লাভ হবে বলে মনে করছে বিজেপি।
কুস্তির জন্য যাবতীয় বাধা, প্রতিকূলতা তুচ্ছ করে এগনো ফোগত-কন্যারা ও তাদের কোচ করা মহাবীর, হরিয়ানার ভিওয়ানির কাছে বালালি গ্রামের বাসিন্দাদের কথা তুলে ধরা হয়েছিল আমির খানের দঙ্গল-এ।


গত বছর ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল ভেঙে তৈরি জননায়ক জনতা পার্টি তৈরি করেছিলেন হিসারের প্রাক্তন এমপি দুশ্যন্ত চৌতালা। সেই দলের ক্রীড়া শাখার প্রধান ছিলেন মহাবীর। আজ তিনি শিবির বদল করলেন। সঙ্গে মেয়ে ববিতা। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনু্চ্ছেদ বাতিলের সিদ্ধান্তকে সঠিক আখ্যা দিয়ে মোদি সরকারের ভূয়সী প্রশংসা করেন দুজনেই। দ্রোণাচার্য্য পুরস্কারজয়ী মহাবীর বলেছেন, কেন্দ্রীয় সরকারের ৩৭০ ধারা বাতিল ও জাতীয় স্বার্থে গৃহীত আরও নানা সিদ্ধান্ত আমায়, আমার মতোই কোটি কোটি দেশবাসীকে খুশি করেছেন। সোমবার রাজধানীতে বিজেপিতে যোগ দিচ্ছি। হরিয়ানার এম এল খাট্টারের বিজেপি সরকার ‘স্বচ্ছ, বৈধ রাস্তায়’ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বলে জানিয়েও তিনি তার প্রশংসা করেন।


আজ তাঁদের বিজেপি দপ্তরে স্বাগত জানান কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী কিরেন রিজিজু, হরিয়ানায় বিজেপির ভারপ্রাপ্ত নেতা অনিল জৈন।
মোদি সরকারের ৩৭০ ধারা বাতিলের পদক্ষেপকে ট্যুইট করে স্বাগত জানান ববিতাও। লেখেন, এই দিনটা চিরকাল মনে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্যালুট। জয় হিন্দ। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের ‘কাশ্মীর থেকে বউ’ আনা মন্তব্য নিয়ে বিতর্ক হলেও ববিতার দাবি, মেয়েদের খারাপ নজরে দেখা হয়, এমন কিছুই বলেনি খাট্টারজি।