লখনউ: ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস মামলায় বিজেপি-র প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ গ্রহণ করতে পারে বিশেষ সিবিআই আদালত। সুপ্রিম কোর্ট এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে অপরাধমূলক চক্রান্তের মামলা শুরু করার নির্দেশ দিয়েছে। এরপর এ মাসের ২০ তারিখ থেকে শুনানি শুরু হয়েছে। সেই শুনানির অঙ্গ হিসেবেই আডবাণীদের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ গ্রহণ করতে পারে আদালত।


এরই মধ্যে আজ বাবরি মসজিদ ধ্বংস মামলায় ষষ্ঠ অভিযুক্ত সতীশ প্রধানের জামিন মঞ্জুর করল বিশেষ সিবিআই আদালত। ২০ হাজার টাকার জামিনদার এবং সম পরিমাণ অর্থের ব্যক্তিগত বন্ডের বিনিময়ে এই প্রাক্তন শিবসেনা সাংসদকে জামিন দিয়েছে আদালত। এর আগে প্রাক্তন বিজেপি সাংসদ রামবিলাস বেদান্তী এবং বিশ্ব হিন্দু পরিষদ নেতা চম্পত রাই, বৈকুন্ঠলাল শর্মা, মহন্ত নৃত্যগোপাল দাস এবং ধর্মদাস মহারাজেরও জামিন মঞ্জুর করে আদালত। তবে এই ৬ জনের জামিন মঞ্জুর করলেও, এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছে আদালত। আগামীকাল ফের শুনানি।