হায়দরাবাদ: বাবরি মসজিদ ধ্বংস করাকে মহাত্মা গাঁধীর হত্যার ঘটনার চেয়েও গুরুতর বলে দাবি করলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। এই মামলার বিচারে বিলম্ব হওয়ারও নিন্দায় সরব হয়েছেন তিনি। হায়দরাবাদের সাংসদের দাবি, ‘মহাত্মা গাঁধীর হত্যার বিচার দু বছরের মধ্যে শেষ হয়েছিল। অথচ তার চেয়েও গুরুতর ঘটনা বাবরি মসজিদ ধ্বংসের বিচার এখনও হল না। গাঁধীর হত্যাকারীদের ফাঁসি দেওয়া হয়েছিল। অথচ বাবরি মসজিদ ধ্বংসকারীদের কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে, পদ্মবিভূষণ দেওয়া হয়েছে। বিচার বিভাগ অত্যন্ত শ্লথ।’

আজ সিবিআই-এর আবেদন মঞ্জুর করে লালকৃষ্ণ আডবাণী, উমা ভারতী, মুরলী মনোহর জোশীদের বিরুদ্ধে অপরাধমূলক চক্রান্তের মামলা নতুন করে শুরু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিংহকে অবশ্য আপাতত ছাড় দেওয়া হয়েছে। তিনি সাংবিধানিক পদ ছাড়ার পরেই বিচার হবে। শীর্ষ আদালতের এই নির্দেশের পরেই ট্যুইট করে বিচার বিভাগের বিরুদ্ধে তোপ দেগেছেন ওয়েইসি। তিনি রাজস্থানের রাজ্যপালের পদত্যাগ দাবি করেছেন। ওয়েইসির আরও দাবি, বাবরি মসজিদ ধ্বংস দেশের লজ্জা। এই লজ্জার জন্য ঘটনার যারা দায়ী, তারাই দেশ শাসন করছেন।