নয়াদিল্লি: বাবরি মসজিদ ধ্বংস মামলায় ১৩জন বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা নতুন করে শুরু করতে পারে সুপ্রিম কোর্ট। বিচারপতি পি সি ঘোষ ও বিচারপতি আর এস নরিম্যানের বেঞ্চ এই ইঙ্গিত দিয়েছে।
লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশী, উমা ভারতী ও কল্যাণ সিংহ সহ বিজেপির বেশ কয়েকজন নেতা ও ভিএইচপি নেতার বিরুদ্ধে বাবরি ধ্বংসে ষড়যন্ত্রের অভিযোগ এলাহাবাদ হাইকোর্ট খারিজ করে দেয়। সেই রায়ের বিরুদ্ধে সিবিআই শীর্ষ আদালতে আবেদন করে। সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়েছে, এই মামলা শুরু করতে পারে তারা।
১৯৯২-এ যখন বাবরি মসজিদ ধ্বংস হয়, কল্যাণ সিংহ তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। হিন্দু সংগঠনগুলি বরাবর দাবি করে এসেছে, ওই মসজিদের নীচে রামচন্দ্রের জন্মস্থান রয়েছে। বিজেপির নির্বাচনী ম্যানিফেস্টোয় দীর্ঘদিন ধরে আছে অযোধ্যার ওই বিতর্কিত ভূমিতে রামমন্দির গঠনের প্রতিশ্রুতি।
বাবরি ধ্বংস: আডবাণী, জোশী সহ ১৩জন বিজেপি, ভিএইচপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা শুরু করতে পারে শীর্ষ আদালত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Mar 2017 02:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -