বাবরি মসজিদ ধ্বংস মামলা: সুপ্রিম কোর্টে শুনানি ৬ এপ্রিল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Mar 2017 11:55 AM (IST)
নয়াদিল্লি: বাবরি মসজিদ ধ্বংস মামলায় শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। এরপর শুনানি হবে ৬ এপ্রিল। তখনই ঠিক হবে, লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের ফের তদন্ত শুরু হবে কিনা। রায় বরেলি আদালত বরিষ্ঠ বিজেপি নেতানেত্রী উমা ভারতী, লালকৃষ্ণ আডবাণী ও মুরলী মনোহর জোশীদের বিরুদ্ধে বাবরি ধ্বংস মামলায় ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ খারিজ করে দেয়। সেই মামলা ফের চালু করার আর্জির ওপর সুপ্রিম কোর্টে শুনানি শুরু হচ্ছে। অল্পদিন আগেই শীর্ষ আদালত বলেছে, বিতর্কিত ভূখণ্ডে মন্দির না মসজিদ হবে ঠিক করতে আদালতের বাইরে বোঝাপড়া করে নিক দু’পক্ষ। এ জন্য দরকারে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জে এস খেহার।