নয়াদিল্লি: দুর্ঘটনায় আহত হয়ে শুক্রবার এইমসে ভর্তি হওয়া কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় শনিবার ছাড়া পেলেন।

এইমসের এক চিকিৎসক বলেছেন, দুর্ঘটনার গুরুত্ব বিচার করেই বাবুলকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ মুক্তি দেওয়া হল।

শুক্রবার বাইকে চড়ে বিমানবন্দর থেকে মেয়েকে আনতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন বাবুল। তাঁর বাঁ কনুই ও বুকে আঘাত লাগে। তবে তিনি আপাতত স্থিতিশীল।