নয়াদিল্লি: যেভাবে আইপিএল নিলামে কোটি কোটি টাকা খোলামকুচির মত উড়িয়ে ক্রিকেটারদের কেনা হচ্ছে, তাতে অসন্তুষ্ট কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এ নিয়ে টুইটারে ক্ষোভপ্রকাশ করেছেন তিনি।
বাবুলের দাবি, আইপিএলে বিক্রি হওয়া ক্রিকেটাররা যে লাগামছাড়া অর্থ পান, তা অশোভন, দৃষ্টিকটু। এর অর্ধেকেরও তাঁরা যোগ্য নন। তিনি চান, ওই ক্রিকেটারদের ওপর বিরাট হারে কর বসুক, একইভাবে কর বসুক, তাঁদের জন্য দর হাঁকা টিমগুলির ওপর। অন্তত এভাবে তাহলে এই সমৃদ্ধির হাস্যকর প্রদর্শন থেকে দেশ উপকৃত হতে পারে বলে তাঁর মন্তব্য।
[embed]https://twitter.com/SuPriyoBabul/status/957182551516418048[/embed]
বাবুলের মন্তব্যের সমর্থন এসেছে অপ্রত্যাশিত জায়গা থেকে। কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি টুইট করে এই আইপিএলের নিলামের অর্থ নিয়ে প্রশ্ন তুলেছেন। এভাবে মানুষকে নিলামে তোলা বর্বর যুগের প্রথা বলে মন্তব্য করে তাঁর প্রশ্ন, আর কোনওভাবে কি প্রতিভা ও ক্ষমতার মূল্যায়ন হয় না?
[embed]https://twitter.com/ManishTewari/status/957143808549863424[/embed]
আইপিএলের নিলাম: বাবুল সুপ্রিয়র মতে অশ্লীল, মণীশ তিওয়ারির দাবি, বর্বরতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jan 2018 03:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -