মধ্যপ্রদেশ: তখন কুশের বয়স মাত্র একদিন। জন্মের পরই কুশ মা-বাবা ছাড়া। ছিল না কোনও পরিচয়, কোনও বাসস্থান। তখনই রাস্তা থেকে কুড়িয়ে কুশকে নিয়ে যাওয়া হয় একটি অনাথ আশ্রমে। মধ্যপ্রদেশের ‘শিশু গ্রহ’ নামের অনাথ আশ্রমেই এতোদিন পর্যন্ত ছিল সে। এখন ওর বয়স ১৪ মাস। এবার কুশকে আইনতভাবে দত্তক নিল মালটার সন্তানহীন দম্পতি।
১৪ বছর হয়েছে মালটার গ্লেন জর্জ গ্রিমন ও ক্যাটিয়া গ্রিমনের বিয়ে হয়েছে। তবে বুধবার পর্যন্ত তাঁরা ছিলেন নিঃসন্তান। কুশকে দত্তক নিয়েই আলো ফুটল গ্রিমন দম্পতির ঘরে। খুশিতে আত্মহারা গ্লেন গ্রিমন সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “আমরা ১৪ বছর ধরে নিঃসন্তান। সেকারণেই আমরা দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারপরই ইউরোপ থেকেই শিশু গ্রহের সঙ্গে যোগাযোগ করি।”
কুশ পরিবার পাওয়ায় খুশি ‘শিশু গ্রহ’ অনাথ আশ্রমের ডিরেক্টর ঊষা গুপ্তও। সংবাদসংস্থাকে তিনি বলেন, “আমরা যখন ছেলেটাকে পেয়েছিলাম, ওর বয়স ছিল মাত্র একদিন। এখন ও একটা পরিবার পেল যারা ওর দেখভাল করবে। আমরা ওর (কুশ) জন্য সত্যিই খুব খুশি।”