ওসমানাবাদ: জন্মের ৬ মিনিটের মধ্যেই আধার কার্ড পেয়ে গেল একটি শিশু। শুনতে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটা বাস্তব। এই শিশুকন্যার নাম ভাবনা সন্তোষ যাদব। আজ দুপুর ১২.০৩ মিনিটে মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলা মহিলা হাসপাতালে তার জন্ম হয়েছে। ১২.০৯ মিনিটেই অনলাইনে আধার কার্ড পেয়ে গিয়েছেন ভাবনার বাবা-মা।


ওসমানাবাদের জেলাশাসক রাধাক্রুষ্ণ গামে বলেছেন, ভাবনার জন্মের পরেই তার বাবা-মা অনলাইনে আধারের আবেদন জানান। ৬ মিনিটের মধ্যেই তাঁরা আধার পেয়ে গিয়েছেন। এটা ওসমানাবাদের জন্য গর্বের বিষয়। কিছুদিনের মধ্যেই তাঁরা সব শিশুর বাবা-মায়ের আধারের সঙ্গে তাদের আধার যুক্ত করার প্রক্রিয়া শুরু করবেন।

ওসমানাবাদ জেলা মহিলা হাসপাতালের সিভিল সার্জেন ড. একনাথ মালে বলেছেন, ভাবনা ও তার মা সুস্থ আছেন। গত এক বছরে এই হাসপাতালে প্রায় ১,৩০০ শিশুর জন্ম হয়েছে। তারা প্রত্যেকেরই আধার কার্ড করা হয়েছে।