ঠাণে: বড়সড় শিশুবিক্রি চক্র ফাঁস করল ঠাণে পুলিশ। ৬ মহিলা সহ চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।


গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে শহরের মুলুন্দ নাকা লাগোয়া একটি হোটেলের ওপর নজর রাখে ঠাণে পুলিশের দুর্নীতিদমন শাখার অফিসাররা। কোলে প্রায় একমাসের শিশুকে নিয়ে এক পুরুষ ও এক মহিলাকে সন্দেহজনকভাবে দেখতে পায় পুলিশ।


তাদের নাম জানতে চাওয়া হলে দুজন অসংলগ্ন উত্তর দেয়। পুলিশ তাদের পাকড়াও করে। জেরায় দুজন জানায়, তারা মুম্বইতে প্রায় ১.৩৫ লক্ষ টাকায় শিশু বিক্রি করতে এসেছে।


মহিলা জানায়, এর আগে আহমেদনগর জেলা থেকে ঠাণের মুম্ব্রা অঞ্চলে দুই ব্যক্তি এসেছে শিশু বিক্রি করতে। মহিলার দাবি, ওই দুই ব্যক্তি শিশুটিকে মুম্ব্রায় অন্য দুই মহিলার হাতে দিয়েছিল। তারা আবার তাকে ওই শিশুটিকে মুম্বইতে বিক্রির জন্য দেয়।


ধৃত মহিলার দেওয়া অভিযোগের ভিত্তিতে ঠাণের মুম্ব্রা রেল স্টেশন থেকে পুলিশ পাঁচ মহিলা ও এক ব্যক্তিকে পাকড়াও করে। পরবর্তীকালে, ধৃতদের গ্রেফতারও করা হয়। শিশুটিকে ঠাণের চাইল্ড কেয়ার সেন্টারে রাখা হয়েছে।