মুম্বই: কর মামলায় সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আর্জি জানানোর উদ্যোগ নিচ্ছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। তাঁর আইনি দলের প্রতিক্রিয়া থেকে এমনই ইঙ্গিত মিলেছে। তাদের বক্তব্য, এই রায়ের বিরুদ্ধে আবেদন করার অধিকার বলিউড তারকার রয়েছে।
২০০১-০২-এর কর মূল্যায়ন সংক্রান্ত মামলা আয়কর বিভাগকে নতুন করে শুরু করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায় অমিতাভের পক্ষে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট অমিতাভের আয়করের দায় সংক্রান্ত মুম্বইয়ের আয়কর কমিশনারের দুটি নির্দেশকেই বহাল রেখেছে। এরফলে মামলায় টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ থেকে অমিতাভের আয় সংক্রান্ত তথ্য দ্বিতীয়বার পরীক্ষা করতে পারবে আয়কর বিভাগ।
২০০১-২০০২-এর জন্য অমিতাভের কাছে ১.৬৬ কোটি টাকা প্রাপ্য বলে দাবি আয়কর বিভাগের।আয়কর কমিশনার বিগ বি-র ২০০১-০২ অর্থবর্ষের আয়কর পুনর্মূল্যায়ণের জন্য বম্বে হাইকোর্টে আর্জি জানান। কিন্তু অমিতাভকে স্বস্তি দিয়ে ২০১২-র জুলাইতে হাইকোর্ট ওই আর্জি খারিজ করে। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আয়কর বিভাগ।
সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে প্রতিক্রিয়া অমিতাভের আইনি পরামর্শদাতা দল এক বিবৃতিতে বলেছেন, এই মামলার সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র কোনও সম্পর্ক নেই। আয়কর পুর্নমূল্যায়ণের নির্দেশের বিরুদ্ধে আবেদনের অধিকার অমিতাভকে দিয়েছে সুপ্রিম  কোর্ট।