মুম্বই: পানামা পেপার লিক কাণ্ডে তাঁর ওপর আস্থা রাখার জন্য ভক্তদের ধন্যবাদ জানালেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।

ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে গত সোমবার একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে পানামার ‘মোসাক ফনসেকা’ নামে একটি আইনি সংস্থার কিছু গোপন নথি ফাঁস হয়। প্রতিবেদন অনুযায়ী, ওই সংস্থার নথিতে  ৫০০ জন ভারতীয়র নামের একটি তালিকা পাওয়া গিয়েছে, যাঁরা  কর ফাঁকি দিতে বিদেশি সংস্থায় বিনিয়োগ করেছেন বলে অভিযোগ।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-সহ বিশ্বের একশোটিরও বেশি সংবাদমাধ্যম যৌথভাবে ওই তদন্ত করেছে। যার নাম দেওয়া হয়েছে ‘পানামা পেপারস’। প্রতিবেদনে বলা হয়, ৫০০ ভারতীয়র তালিকায় নাম রয়েছে অমিতাভ বচ্চন, ঐশ্চর্যা রাই বচ্চন, ইন্ডিয়া বুলসের প্রতিষ্ঠাতা সমীর গহলৌত, ডিএলএফ কর্তা কে পি সিংহ, প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে, কলকাতার ব্যবসায়ী শিশির বাজোরিয়ার।

যদিও সব অভিযোগ অস্বীকার করেন ৭৩ বছরের অমিতাভ। বিগ বি জানিয়ে দেন, তিনি কোনওদিনই বিদেশের কোনও সংস্থার ডিরেক্টর হননি। সম্ভবত তাঁর নামের অপব্যবহার হয়েছে। বিদেশে খরচ-সহ তাঁর সমস্ত আয়ের ওপর তিনি নিয়ম মেনে কর দেন বলে দাবি করেছেন অমিতাভ। বিগ বি-র দাবি, তিনি বেআইনি কাজ করেছেন, সংবাদপত্রের রিপোর্টে এমন কোথাও ইঙ্গিত দেওয়া হয়নি।

এরপরই অমিতাভের ভক্তরা ট্যুইটারে তাঁদের প্রিয় অভিনেতার সমর্থনে সোচ্চার হন। এই নিয়ে মাইক্রো ব্লগিং সাইটে ‘#IAmWithAmitabhBachchan’ নামে ট্যাগ বিগ বি-র সমর্থনে চালু করেন তাঁর অনুগামীরা। এদিন সকলকে ধন্যবাদ জানিয়ে বচ্চন লেখেন, আপনাদের সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। এটা দেখে সত্যিই ভীষণ ভাল লাগল। আপনাদের সকলকে আমার ভালবাসা।