বারাণসী: নিজের পোষ্য হারিয়ে গেলে, তাকে খুঁজে বের করার জন্যে তার মালিক কতদূর যেতে পারেন, তার নয়া নজির সৃষ্টি করল এক ষাঁড়ের মালিক।
বারাণসীর মনোজ পাণ্ডের ষাঁড় বাদশা হঠাত্ নিখোঁজ হয়ে যায়। কিন্তু নিরুদ্দেশ হয়ে যাওয়া নিজের পোষ্যকে খুঁজে বের করতে বদ্ধপরিকর মালিক কাগজে, দেওয়ালে বিজ্ঞাপন দেন। বাদশা, অর্থাত্ নিখোঁজ ষাঁড়ের সন্ধান দিলে, ৫০ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করেন তিনি।
ষাঁড়ের মালিক তাঁর পোষ্যের খোঁজে সারা শহর জুড়ে পোস্টার দিয়েছেন। পোস্টারে পোষ্য সম্পর্কে সমস্তও তথ্য দিয়ে দিয়েছেন মনোজ। এছাড়া সারনাথ থানায় একটি নিরুদ্দেশ ডায়েরিও করেছেন মনোজ। বাদশাকে হারিয়ে মনোজের মনে হচ্ছে, তিনি তাঁর সন্তানকে হারিয়ে ফেলেছেন। জন্ম থেকেই বাদশা তাঁদের সঙ্গে রয়েছেন, জানিয়েছেন মনোজ।
পোষ্য ‘বাদশা’ নিখোঁজ, নিরুদ্দেশের সন্ধান দিলেই ৫০ হাজার টাকার পুরস্কার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Apr 2016 04:01 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -