গুরুগ্রাম: রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রদ্যুম্ন ঠাকুর হত্যা মামলায় অভিযুক্ত ১৬ বছরের ছাত্রটি জামিন পেল না। গুরুগ্রামের একটি আদালত আজ তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।
অভিযুক্তের আইনজীবীর বক্তব্য ছিল, জুভেনাইল জাস্টিস অ্যাক্টের নির্দেশ অনুযায়ী ছেলেটির বিরুদ্ধে এক মাসের মধ্যে চার্জশিট ফাইল করা হয়নি, দরকারি কাগজপত্রও তাকে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে জামিন দেওয়া হোক তাকে। কিন্তু সিবিআই এই আবেদনের বিরোধিতা করে বলে, চার্জশিট ফাইলের জন্য নির্দিষ্ট সময়সীমা ৩০ নয়, ৯০ দিন, কারণ অভিযুক্তকে প্রাপ্তবয়স্ক বলে ঘোষণা করেছে জুভেনাইল জাস্টিস বোর্ড।
এর আগে ২০ ডিসেম্বর জুভেনাইল জাস্টিস বোর্ড জানিয়ে দেয়, অভিযুক্ত ছাত্রকে প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করে তার বিচার হবে। নিজের কাজের ফল কী হতে পারে সে সম্পর্কে তার পরিষ্কার ধারণা ছিল বলে মন্তব্য করে তারা। একাদশ শ্রেণির ওই ছাত্রের জামিনের আবেদনও বোর্ড খারিজ করে দেয়।
অপরাধী প্রমাণিত হলে ওই কিশোরকে ২১ বছর বয়স হওয়া পর্যন্ত সংশোধনাগারে থাকতে হবে, তারপর আদালত তাকে জেলে পুরতে পারে বা জামিন দিতে পারে।
৮ সেপ্টেম্বর রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ৭ বছরের প্রদ্যুম্নকে স্কুলের টয়লেটে মৃত অবস্থায় পাওয়া যায়। তার গলা গভীরভাবে কাটা ছিল।
প্রদ্যুম্ন হত্যা: জামিন পেল না খুনে অভিযুক্ত কিশোর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jan 2018 02:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -