ভদ্রক: ওড়িশার ভদ্রকে হিংসার ঘটনায় সংঘ পরিবারভুক্ত বজরং দলের এক পদস্থ নেতাকে গ্রেফতার করল পুলিশ। হিন্দু দেবতা সম্পর্কে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অভব্য মন্তব্য ঘিরে ভদ্রক শহরে ৬ ও ৭ এপ্রিল হিংসার ঘটনা ঘটেছিল। এই ঘটনাতে যোগজাসশের অভিযোগেই বজরং দলের রাজ্য সম্পাদক মানস মহান্তিকে গ্রেফতার করা হয়েছে। ভদ্রক শহর থানার দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর মনোজা রাউত এ কথা জানিয়েছেন।
রাউজ বলেছেন, একটি ভিডিও ফুটেজে হিংসায় মহান্তির উস্কানি দেওয়ার বিষয়টি ধরা পড়েছে।
এর আগে এই হিংসার ঘটনায় বিজেপি যুব মোর্চার জেলা শাখার সম্পাদক বিকাশ শ্রেষ্ঠাকে গত রবিবার তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছিল।
ভদ্রকে হিংসার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ২৭৫ জনকে গ্রেফতার করেছে। হিংসার শিকার জনতা প্রায় ১০০ টির বেশি এফআইআর দায়ের করেছেন।
রাউত জানিয়েছেন, এখনও বহু অভিযুক্ত গা-ঢাকা দিয়ে রয়েছে। নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও ভদ্রকে যে মিছিলের আয়োজন করা হয়েছিল, তার আয়োজক নেতা ও আর্থিক সাহায্যকারীদেরও সন্ধান করছে পুলিশ।
এদিকে, ওই হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে ভদ্রকে রাত্রিকালীন কার্ফু বহাল রয়েছে বলে জানিয়েছেন শহরের এসপি অনুপ সাহু।