সাতনা (মধ্যপ্রদেশ): পুলিশকে সঙ্গে নিয়ে গির্জায় ঢুকে এক নাবালিকার বিয়ে রুখে দিল বজরং দল। এই বিয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।


 

পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের অনগ্রসর শ্রেণি কমিশনের সদস্য লক্ষ্মী যাদব এবং বজরং দলের অভিযোগের ভিত্তিতেই তারা ওই গির্জায় হানা দেয়। মেয়েটির সঙ্গে কথা বলে পুলিশের সন্দেহ হয়। তার এক আত্মীয়ও এই বিয়েতে ঘোরতর আপত্তি জানান। এরপর জানা যায়, বিয়ে করতে চলা মেয়েটির ১৮ বছর পূর্ণ হতে এখনও ১০ দিন বাকি। সে ও তার হবু স্বামীর দাবি, তারা চার বছর আগে হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়েছে। কিন্তু এই দাবির স্বপক্ষে তারা কোনও প্রমাণ দেখাতে পারেনি। এরপরেই যাজক ও পাত্র সহ ১০ জনকে গ্রেফতার করা হয়।

 

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (ক), ধর্মান্তকরণ আইনের ৩/৪ ধারা এবং নাবালিকা বিবাহ নিষিদ্ধকরণ আইনের ১৪ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে। তাদের আদালতে পেশ করা হলে বিচারক জামিন মঞ্জুর করেছেন।