ভুবনেশ্বর: প্রতিবারের মত এবারও ভ্যালেনটাইন্স ডে-তে প্রেমিক প্রেমিকাদের হুঁশিয়ারি দিল বজরং দল। ভুবনেশ্বরে দলের আহ্বায়ক হুমকি দিয়েছেন, পার্ক, শপিং মল বা অন্য কোথাও যদি একসঙ্গে দেখা যায়, তাহলে তখনই বিয়ে দিয়ে দেওয়া হবে।

বজরং দল বরাবরই মনে করে, ভ্যালেনটাইন্স ডে বা প্রেম দিবস ভারতীয় ঐতিহ্য বিরোধী। বিদেশ থেকে আসা এই সংস্কৃতি দেশের কৃষ্টি ধ্বংস করছে। এর আগেও প্রতি বছর এই দিনে প্রেমিক প্রেমিকাদের উত্যক্ত করেছে তারা। ঘটেছে মারধরের ঘটনাও। যে সব দোকানে ভ্যালেনটাইন্স ডে-র ফুল, কার্ড ইত্যাদি বিক্রি হয়, সে সব দোকানেও চলেছে ভাঙচুর।

এ বছরও বজরং কর্মীরা জানিয়ে দিয়েছেন, শহরে শহরে নানা জায়গায় মোতায়েন থাকবেন তাঁরা। যদি চোখে পড়ে, কোথাও ভারতীয় সংস্কৃতি বিরোধী কিছু ঘটছে, তাহলে তখনই সেই যুগলকে ধরে বিয়ে দিয়ে দেওয়া হবে। তাঁদের বাবা মাকে ডেকে তাঁদের সামনেই হবে এই বিয়ে। অতএব প্রেমিক প্রেমিকারা সাবধান!