নয়াদিল্লি:  ভারতের অন্যতম ঐতিহ্যশালী এবং দ্রষ্টব্যস্থান খাজুরাহো মন্দির। ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃত। প্রতিদিন এই ঐতিহাসিক ভাস্কর্য দেখতে কয়েক লক্ষ মানুষ সেখানে হাজির হন। সেখানে রয়েছে দুটি মানুষের মিলনের অভূতপূর্ব সব ভাস্কর্য। আদি অনন্তকাল ধরে চলে আসছে সেই প্রথা। আর তার সঙ্গেই সঙ্গতি রেখে সেখানে বিক্রি হয় কামসূত্রর শিক্ষা দেওয়া বই।


এতেই ঘোরতর আপত্তি ডানপন্থী গোষ্ঠী বজরঙ্গ সেনার। তাদের দাবি অবিলম্বে মন্দির প্রাঙ্গনে এই বইয়ের বিক্রি বন্ধ করতে হবে। এমনকি এই ব্যাপারে তারা ছতারপুর থানাতেও অভিযোগ দায়ের করেছে।

এই ডানপন্থী গোষ্ঠীর প্রধান জ্যোতি অগ্রবালের দাবি, এইধরনের বইয়ের বিক্রি ভারতের ঐতিহ্যবিরোধী। বিদেশী পর্যটকদের কাছে এর ফলে ভুল বার্তা যাচ্ছে। তবে বজরঙ্গ দলের এধরনের ভাবনাচিন্তা দেখে কার্যত বিভ্রান্ত সাধারণ মানুষই। কারণ খাজুরাহোয়ে যা আছে, তা ভারতে পৌরানিক সময় থেকে চলছে। এরমধ্যে অশ্লীলতা কীভাবে এল, সেটাই সাধারণ মানুষ বুঝতে পারছে না।