চণ্ডীগড়: মথুরাগামী ট্রেনে জুনেইদ নামে এক কিশোরকে পিটিয়ে খুন করার দায়ে গ্রেফতার করা হল দিল্লির এক সরকারি কর্মী সহ চার জনকে। ফরিদাবাদের জিআরপি সুপার কমলদীপ গোয়েল বলেছেন, গ্রেফতার হওয়া চার জনের মধ্যে তিন জনের বয়স ২৪ থেকে ৩০ এর মধ্যে। অপর জনের বয়স ৫০। চার জনই ফরিদাবাদের বাসিন্দা। তাঁরা নিত্যযাত্রী। জুনেইদের পরিবারের লোকজন ধৃতদের শনাক্ত করেছেন। এই নিয়ে এই ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তির সংখ্যা বেড়ে হল পাঁচ। তবে মূল অভিযুক্ত এখনও ফেরার।


গত বৃহস্পতিবার দিল্লি থেকে ঈদের কেনাকাটা সেরে ভাইদের সঙ্গে ট্রেনে চেপে বাড়ি ফিরছিল জুনেইদ। দিল্লির ওই সরকারী কর্মীর সঙ্গে তাদের আসন নিয়ে ঝামেলা শুরু হয়। এরপর তাদের ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন ওই ব্যক্তি। গ্রেফতার হওয়া তিন যুবক ফরিদাবাদের নিউ টাউন স্টেশন থেকে ট্রেনে ওঠে। তারাও ঝামেলায় জড়িয়ে পড়ে। বচসা চলাকালীন জুনেইদকে ছুরি মারা হয়। মূল অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন জিআরপি সুপার।

আজ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার এই ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেছেন, সরকার কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেবে না। জুনেইদ হত্যার ঘটনায় তদন্ত চলছে। যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটাই নেওয়া হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুও এই ঘটনার নিন্দা করেছেন। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডা জুনেইদের বাড়িতে গিয়েছিলেন। সিমিএম-এর এক প্রতিনিধি দলও জুনেইদের বাড়িতে গিয়েছিল।