বল্লভগড়ে পিটিয়ে হত্যায় অপরাধীদের পরিচয় সম্পর্কে তথ্য দিলে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা
Web Desk, ABP Ananda | 03 Jul 2017 05:22 PM (IST)
চন্ডীগড়: হরিয়ানা পুলিশ ২ লক্ষ টাকা পুরস্কার দেবে বল্লভগড়ে ট্রেনের ভিতরে জুনেইদ নামে মুসলিম কিশোরের হত্যায় জড়িতদের পরিচয় সম্পর্কে তথ্য দিতে পারলে। অপরাধীদের ধরতে সাহায্য করার মতো তথ্য থাকলে জমা দিতে হবে ফরিদাবাদ রেলওয়ে পুলিশ প্রধান ও রেলের অ্যাডিশনাল ডেপুটি চিফ ও ফরিদাবাদ জিআরপি স্টেশন হাউস অফিসারের কাছ। যিনি তথ্য দেবেন, তাঁর পরিচয় গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে অভিযুক্তদের গ্রেফতারির ব্যাপারে পাকা খবর দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে পুলিশ। দিল্লি-মথুরা প্যাসেঞ্জার ট্রেনে গত ২২ জুন ১৭ বছরের জুনেইদের হত্যার ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জুনেইদকে হামলাকারী ছুরি দিয়ে কুপিয়ে খুন করে, তার দু ভাই হাসিম, শাকিরকেও মারমুখী হামলাকারীরা গালিগালাজ করে। হাসিম, শাকিরের দাবি, আক্রমণকারীরা তাদের দেশবিরোধী, গোমাংস-ভক্ষক বলে টিটকিরি দেয়, বিদ্রূপ করে।