মহারাষ্ট্রে গ্রেফতার জুনেইদ হত্যায় মূল অভিযুক্ত
Web Desk, ABP Ananda | 08 Jul 2017 11:43 PM (IST)
মুম্বই: মথুরাগামী ট্রেনে জুনেইদ নামে এক কিশোরকে পিটিয়ে মারার ঘটনায় মূল অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করা সম্ভব হল। মহারাষ্ট্রের ধুলে জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জিআরপি। গোপন সূত্রে খবর পেয়ে, জিআরপি-র একটি দল মহারাষ্ট্রে রওনা হয়। সেখানেই লুকিয়েছিল অভিযুক্ত। ধরা পড়ার পর সে জুনেইদকে ছুরি মারার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ফরিদাবাদ পুলিশ। তবে ধৃত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তাকে রবিবার আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে দিল্লির এক সরকারি কর্মী সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। তবে মূল অভিযুক্ত এতদিন অধরাই ছিল। সে এবার গ্রেফতার হল।