নয়াদিল্লি: লোকসভায় পাশ হয়েছিল গত বুধবার। আজ রাজ্যসভাতেও ধ্বনিভোটে পাশ হয়ে গেল সংশোধিত বন আইন। ফলে আজ থেকে আর গাছের স্বীকৃতি থাকল না বাঁশের। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, ১৯২৭ সালের ভারতীয় বন আইন বদল হওয়ার ফলে আদিবাসী, বনবাসী ও কৃষকদের আয় বাড়বে। ফলে তাঁরা উপকৃত হবেন।

আজ বিরোধী কংগ্রেস, বিজু জনতা দল ও সমাজবাদী পার্টির সাংসদরা বন আইনে বদলের প্রতিবাদে কক্ষত্যাগ করেন। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের অভিযোগ, রাজ্যগুলির সঙ্গে আলোচনা না করেই তড়িঘড়ি এই বিল পাশ করিয়ে নিচ্ছে সরকার। এর ফলে শিল্পপতিদের সুবিধা হবে। হর্ষবর্ধন অবশ্য এই অভিযোগ খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি, ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই বিলের বিষয়ে নিজেদের মতামত জানিয়েছে। ২৪টি রাজ্য বিলটিকে সমর্থন করেছে। এর ফলে যে আদিবাসী ও গরিব চাষিদের উপকার হবে, সেটা বিরোধীরা দেখছে না।