নয়াদিল্লি: আগামীকাল থেকে দেশের সমস্ত জাতীয় সৌধে বন্ধ হচ্ছে পলিথিনের ব্যবহার। মহাত্মা গাঁধীর জন্মদিনে স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনমই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আজ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী মহেশ শর্মা জানিয়েছেন, স্বচ্ছ ভারত মিশনের সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যেতেই এই সিদ্ধান্ত। প্রতিটি জাতীয় সৌধের আশপাশের একশো মিটারের মধ্যে পলিথিনের ব্যবহার বন্ধ হচ্ছে।

তবে পর্যটকরা প্ল্যাস্টিকের জলের বোতল ব্যবহার করতে পারেবন। আপাতত এক মাসের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এক মাস পরে আলোচনা করে দেখা হবে এই সমস্ত জায়গায় পলিথিনের ব্যবহার করলে জরিমানা করা হবে কিনা। ২০১৪ সালে গাঁধী জয়ন্তীতে স্বচ্ছ ভারত মিশনের সূচনা করেন প্রধানমন্ত্রী।