ঠানে:  বেআইনিভাবে এদেশে থাকার জন্য সাজাপ্রাপ্ত বাংলাদেশির মৃত্যু হল হাসপাতালে। বৈধ পাসপোর্ট বা ভিসা-কোনওটাই না থাকায় বাংলাদেশের নোয়াখালির বাসিন্দা মহম্মদ নূরবানী সিরাজুলখানকে গত বছরের আগস্টে গ্রেফতার করেছিল ভিওয়ান্ডি থানার পুলিশ। ঠানের আদালত বিদেশী আইন ও পাসপোর্ট আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে দোষী সাব্যস্ত করে। এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা হয় সিরাজুলের।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কারাবাসের সময়ই পক্ষাঘাতে আক্রান্ত হয় সিরাজুল। গত  ২১ জুলাই মুম্বইয়ের জেজে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার কারাদণ্ডের মেয়াদ শেষ হয়েছে গত ২৭ জুলাই।

কিন্তু স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় তার প্রত্যর্পণের ব্যবস্থা করা যায়নি। গত ১৬ আগস্ট মারা যায় সিরাজুল।

ভিওয়ান্ডি পুলিশ সিরাজুলের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।