ভারতীয় পর্যটকদের সুরক্ষার আশ্বাস বাংলাদেশ সরকারের
Web Desk, ABP Ananda | 09 Jul 2016 04:48 PM (IST)
কলকাতা: জঙ্গি হামলায় বিধ্বস্ত দেশে ভারতীয় পর্যটকদের নিরাপত্তার আশ্বাস দিল বাংলাদেশ সরকার। বাংলাদেশের পর্যটন ও উড়ান মন্ত্রকের যুগ্ম সম্পাদক জ্যোতির্ময় বর্মন জানিয়েছেন, যে ঘটনা বাংলাদেশে ঘটেছে, তা দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, এই দুঃখকে শক্তিতে পরিণত করে জঙ্গিদের মোকাবিলা করবে বাংলাদেশ। তিনি আরও বলেন, যেসমস্ত পর্যটকরা বাংলাদেশে রয়েছে, তারা যেন নিরাপদ বোধ করে। তাদের সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের। প্রসঙ্গত, ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে বিশেষত বাংলা ভাষাভাষীদের জন্য তিনদিনের বিশেষ ভ্রমণের ব্যবস্থা করার কথা ভাবনা চিন্তা করছে বাংলাদেশ সরকার। ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি। বিশেষ করে ভারতীয় পর্যটকদের কথা ভেবেই এই ট্যুর প্যাকেজের চিন্তা করা হচ্ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ১ জুলাই ঢাকার গুলশনে হোলি আর্টিজেন বেকারি জঙ্গি হামলায় ২২ জনের মৃত্যু হয়। এর ৬ দিনের মাথায় ঈদের দিন কিশোরগঞ্জে ফের হামলা চালায় জঙ্গিরা। এই প্রেক্ষাপটেই পর্যটকদের নিরাপত্তার আশ্বাস বাংলাদেশ সরকারের।