কাঠমান্ডুতে অবতরণের সময় ভেঙে পড়ল বাংলাদেশের বিমান, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Mar 2018 03:07 PM (IST)
কাঠমান্ডু: নেপালের কাঠমাণ্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বাংলাদেশের যাত্রীবাহী বিমান। পঞ্চাশ জনেরও বেশি মৃত্যুর আশঙ্কা। স্থানীয় সময় ২টো ২০ মিনিটে বিমানটি ভেঙে পড়ে। বাংলাদেশের ঢাকা থেকে আসা বিমানটিতে ৬৭ জন যাত্রী-সহ ৭১জন ছিলেন। ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের আগে চাকায় সমস্যা দেখা দেওয়ায় চাকা পিছলে রানওয়ে থেকে নেমে সংলগ্ন ফুটবল মাঠে ভেঙে পড়ে বিমানটি। এরপরই সেটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর ১৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ত্রিভুবন বিমানবন্দরের পরিষেবা। ঢাকা থেকে নেপালগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান ভেঙে পড়েছে বলে জানা গেছে।