বিশাখাপত্তনম: ভাইজ্যাগ বন্দরে তালাবন্দি বাক্স থেকে উদ্ধার এক বাংলাদেশী নাগরিক। জানা গিয়েছে, ২ দিন বাক্সের মধ্যে ছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম মহম্মদ আর হুসেন(২৬)। বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জের বিক্রমপুর গ্রামে। কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন তিনি। তিনি পুলিশকে জানিয়েছেন, ফাঁকা ওই কন্টেনার দেখে তারমধ্যে ঢুকে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। এদিকে ওই কন্টেনারটি বুক করেছিল বিশাখাপত্তনমের সামসারা শিপিং কোম্পানি। বাংলাদেশ থেকে তালাবন্দি হয়ে জলপথে কন্টেনারটি এদেশে আসে। সেই সঙ্গে ঘুমন্ত হুসেনও চলে আসেন এদেশে।
এদেশে আনার পর কন্টেনারটি যখন খোলা হয়, দেখা যায়, প্রায় অচৈতন্য অবস্থায় ভিতরে রয়েছেন এক যুবক। পুলিশ জানিয়েছে, কন্টেনার থেকে বের করার পর দেখা যায় তাঁর শারীরিক অবস্থা ভালো নেই। এতদিন খাবার, জল না পাওয়ায় ডিহাইড্রেশনে আক্রান্ত। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিত্সায় সাড়া দিচ্ছেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে গেলে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ভাইজ্যাগ বন্দরে তালাবন্দি কন্টেনারে বাংলাদেশি!
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2016 06:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -