নয়াদিল্লি: গোয়ায় একাধিক এটিএম চুরিতে অভিযুক্ত এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ।


পুলিশ জানিয়েছে, সুহাগ ওরফে রুস্তম নামে ওই ব্যক্তি দিল্লির ‘মোটা ভাই গ্যাং’-এর সক্রিয় সদস্য ছিল। তার বিরুদ্ধে দিল্লি ও গোয়ায় একাধিক চুরির মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, ওই গ্যাং বিমানে করে দিল্লি থেকে গোয়ায় গিয়ে এটিএম-কেপমারি করত।


সম্প্রতি, গোয়া পুলিশের থেকে রুস্তমের বিষয়ে জানতে পারে দিল্লি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গত ২৩ তারিখ রুস্তমকে সাকেত মেট্রো স্টেশনের কাছ থেকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে প্রায় ২ লক্ষ টাকা নগদ, দুটি মোবাইল ফোন, ১৩টি রুপোর পাত্র এবং ৬টি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে।


অভিযোগ, গত ১৪ জুলাই রুস্তম ও তার গ্যাংয়ের অন্য সদস্যরা মিলে গোয়ার উষাগাঁওয়ে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম মেশিন ভেঙে প্রায় ৪ লক্ষ টাকা চুরি করে। এরপর ৯ সেপ্টেম্বর রাজ্যের আগরওয়াড়া অঞ্চলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে ১৮.৩ লক্ষ টাকা চুরি করে রুস্তম ও তার বাহিনী।


জেরায় রুস্তম স্বীকার করেছে, তারা মূলত রক্ষীবিহীন এটিএমগুলিকেই টার্গেট করত। টাকা লুঠ করে তারা সকলে দিল্লি ফিরে আসত। পুলিশ জানিয়েছে, রুস্তম বছর কয়েক আগে বাবা-মায়ের সঙ্গে বাংলাদেশ থেকে দিল্লি আসে। প্রথমদিকে কাগজ কুড়নোর কাজ করত। ছুটকো অপরাধ করে হাত পাকায়। পরবর্তীকালে, মোটা ভাই গ্যাংয়ে যোগ দেয়।