মুম্বই: কলকাতা থেকে মুম্বই যাওয়ার পথে ইন্ডিগো-র বিমানে এয়ার হোস্টেসের আপত্তিজনক ছবি তোলার অভিযোগে গ্রেফতার বাংলাদেশের নাগরিক। উড়ানে ওই যাত্রী তাঁর মোবাইলে ছবি তুলছিলেন। সেই সময় তা অন্য এক যাত্রীর নজরে আসে। তিনি জানিয়েছেন, বিমান আকাশে ওঠার পর বিমানসেবিকা যখন  খাবার পরিবেশন করছিলেন তখন চার যাত্রী তাঁদের মোবাইলে ছবি তুলতে শুরু করেন। তাঁদের ছবি তুলতে বারন করা হয়। কিন্তু এক যাত্রী তা মানতে অস্বীকার করেন। এরপরই বিমানসেবিকা পাইলটের কাছে অভিযোগ করেন।
বিমানের ক্রু সদস্যরা ওই যাত্রীর কাছ থেকে মোবাইল নিজেদের হেফাজতে নেন। এয়ারপোর্ট কন্ট্রোলরুমকে ঘটনা সম্পর্কে জানানো হয়। মুম্বই বিমানবন্দরে ওই যাত্রীকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে।