ভারত-পাক সীমান্ত এলাকায় ধৃত বাংলাদেশি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Sep 2016 10:44 AM (IST)
বিকানের: রাজস্থানে ভারত-পাক সীমান্ত এলাকায় ধরা পড়ল এক সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক। সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সূত্রে এ খবর জানানো হয়েছে। বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, ধৃত বাংলাদেশের বাসিন্দা। নাম জানোল মহম্মদ। তাকে সন্দেহজনকভাবে ঘোরাঘোরি করতে দেখা যায়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিএসএফ মুখপাত্র জানিয়েছেন।