কলকাতায় ধৃত বাংলাদেশী জঙ্গিদের কাছে জাল আধার, প্যান কার্ড, মামলা দায়ের এনআইএ-র
Web Desk, ABP Ananda | 01 Mar 2018 08:55 PM (IST)
নয়াদিল্লি: কলকাতায় গ্রেফতার হওয়া তিন বাংলাদেশী জঙ্গির কাছ থেকে জাল আধার, প্যান কার্ডের মতো ভারতের সরকারি পরিচয়পত্র উদ্ধার হওয়ার ঘটনায় মামলা দায়ের করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই অবৈধ কার্যকলাপ রোধ করা সংক্রান্ত আইন এবং অস্ত্র আইনে মামলা দায়ের করেছে এনআইএ। গত বছরের ২১ নভেম্বর আনসারুল্লা বাংলা টিমের তিন জঙ্গি সামসাদ মিয়া ওরফে তনবীর, রিয়াজুল ইসলাম ওরফে রিয়াজ ও মনতোষ দে ওরফে মন দাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সামসাদ ও রিয়াজুল বাংলাদেশের বাসিন্দা এবং মনতোষ পশ্চিমবঙ্গের বাসিন্দা। ২৮ নভেম্বর এই মামলার সঙ্গে যুক্ত আরও এক বাংলাদেশী জঙ্গি উমর ফারুখ ওরফে মহম্মদ আফতাব খানকেও গ্রেফতার করা হয়। ধৃত বাংলাদেশী জঙ্গিদের কাছ থেকে জাল আধার ও প্যান কার্ড পাওয়া যায়।