দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, ভোগান্তি গ্রাহকদের
ABP Ananda, web desk | 29 Jul 2016 07:00 AM (IST)
কলকাতা: দেশজুড়ে ডাকা ব্যাঙ্ক ধর্মঘটে সামিল বেসরকারি ও বিদেশি ব্যাঙ্কগুলিও। এসবিআইয়ের সঙ্গে অ্যাসোসিয়েট ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণ ও ব্যাঙ্কিং পরিষেবা সংস্কারের প্রতিবাদে আজ একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মীদের সংগঠন দ্য ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস্। ধর্মঘটে সামিল প্রায় ১০ লক্ষ ব্যাঙ্ক-কর্মী। দুর্ভোগের শিকার গ্রাহকরা। আন্দোলনকারীদের বক্তব্য, সরকার যদি দাবি-দাওয়ার পুর্নবিবেচনার আশ্বাস দেয়, তাহলে ধর্মঘট প্রত্যাহার করার কথা ভাবা হবে।