পিলিভিট: বিজয় মাল্যর গ্যারান্টার এক দরিদ্র কৃষক! এমনই অদ্ভুত অভিযোগ উঠেছে বিলসান্দা থানার অন্তর্গত খাজুরিয়া নভিরাম গ্রামের বাসিন্দা বছর ৫৪-র মনমোহন সিংহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। চাষ আবাদ করে তাঁর সংসার চলে। কী করে বিজয় মাল্যর গ্যারান্টার হয়ে গেলেন মনমোহন, নিজেই বুঝে উঠতে পারছেন না তিনি। এর জেরে বন্ধ করে দেওয়া হয়েছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

 

মনমোহন সিংহের কাছে দুদিন আগে খবর যায়, একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার ব্যাঙ্কে তাঁর যে দুটি অ্যাকাউন্ট রয়েছে, তা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ, তিনি নাকি বিজয় মাল্যর গ্যারান্টার! তাঁর অ্যাকাউন্ট দুটিতে ছিল ১২০০০ এবং ৪০০০ টাকা।

 

কিন্তু মাল্যর ব্যাপারে কিছুই জানেন না মনমোহন। জানিয়েছেন, কোনও দিন মুম্বই বা লখনৌতেও যাননি তিনি। তিনি বলেন, তাঁর ৮ একর জমি রয়েছে। দুবছর আগে ৪ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে ধার করেছিলেন তিনি। সেই সংক্রান্ত সব তথ্য তিনি ব্যাঙ্কে জমাও করেছেন।

 

জানা গিয়েছে, তাঁর অ্যাকাউন্টটি ফের খুলে দিতে হেড অফিসে আবেদন জানিয়েছেন স্থানীয় ব্যাঙ্কের ম্যানেজার, যেখানে মনমোহনের অ্যাকাউন্ট রয়েছে। এব্যাপারে ইতিবাচক সাড়া মিলেছে বলেও জানা গিয়েছে। ব্যাঙ্ক আধিকারিকরাও গোটা বিষয়টায় অবাক।

 

প্রসঙ্গত, ৯০০০ কোটি টাকার বেশি ব্যাঙ্ক ঋণ ফেরত না দেওয়ার অভিযোগে কাঠগড়ায় বিজয় মাল্য। ইতিমধ্যেই লিকার ব্যারন মাল্যের পাসপোর্ট বাতিল হয়েছে। জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে তাঁর বিরুদ্ধে।