শ্রীনগর: কাশ্মীরে ব্যাঙ্ক লুঠ। এক মাসে দ্বিতীয়বার। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের এক শাখায় হানা দিয়ে প্রচুর টাকা লুঠ করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় মুখোশে মুখ ঢেকে আসা সন্দেহভাজন জঙ্গিরা। ছিনতাইকারী দলটিতে ছিল চার মুখোশধারী। এক পুলিশকর্তা জানান, বন্দুকধারী দুষ্কৃতীরা পুলওয়ামার আরিহালে জে কে ব্যাঙ্কের ওই শাখায় ঢুকে বন্দুক উঁচিয়ে হুমকি দিয়ে টাকা নিয়ে চলে যায়। লুঠ হওয়া অর্থের পরিমান হিসাব কষে দেখছেন ব্যাঙ্ককর্মীরা। তবে আনুমানিক ১০ লক্ষ টাকা ছিনতাই হয়েছে বলে প্রাথমিক হিসাবে প্রকাশ। সূত্রের খবর, মধ্য কাশ্মীরের বদগামের জে কে ব্যাঙ্কের পশকার শাখায়ও টাকা লুঠের চেষ্টা হয়। তবে শেষ পর্যন্ত বন্দুকধারী হানাদাররা সফল হয়নি। গত ২১ নভেম্বরও বদগামের চারার-ই-শরিফে একটি ব্যাঙ্কের শাখায় হানা দিয়ে ১৩ লক্ষ টাকা লুঠ করে সন্ত্রাসবাদীরা।