লোনের কিস্তির বিনিময়ে ২৫ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে মধ্যপ্রদেশে ধৃত ব্যাঙ্ক ম্যানেজার
Web Desk, ABP Ananda
Updated at:
17 Feb 2018 08:35 PM (IST)
রতলম (মধ্যপ্রদেশ): ঘুষ নিতে গিয়ে লোকায়ুক্ত পুলিশের হাতে ধরা পড়ে গেলেন ইউনিয়ন ব্যাঙ্কের নামলি শাখার ম্যানেজার। লোকায়ুক্ত ইনস্পেক্টর বসন্ত শ্রীবাস্তব জানিয়েছেন, মহেন্দ্র দেহরিয়া নামে ওই ম্যানেজার রাজ্যের পশুপালন স্কিমে ৪ লক্ষ টাকার লোনের প্রথম কিস্তির অনুমোদনের বিনিময়ে এক ব্যক্তির কাছ থেকে ২৫ হাজার টাকা চেয়েছেন বলে অভিযোগ জমা পড়ে তাঁদের কাছে। লোকায়ুক্ত পুলিশের ফাঁদে পা দিয়ে ওই টাকা অভিযোগকারীর কাছ থেকে সংগ্রহের সময় ধরা পড়ে যান দেহরিয়া ও দিলীপ শর্মা নামে তাঁর এক সহযোগী।
দুর্নীতি দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। তবে আপাতত বন্ড জমা দিয়ে ছাড়া পেয়েছেন ওই দুজন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -