কমিশনের বিনিময়ে বাতিল নোট বদলে দিতে গিয়ে লুঠ টাকা, খুন ব্যাঙ্ক মিত্র
ABP Ananda, web desk | 16 Dec 2016 07:46 AM (IST)
আহমেদাবাদ: কমিশনের বিনিময়ে বাতিল নোট বদলে নতুন নোট দেওয়ার বোঝাপড়া করেছিলেন গুজরাতের জুনাগড় জেলার কেশড়ের এক ব্যাঙ্ক মিত্র। কিন্তু তাঁর কাছ থেকে টাকা লুঠ করে তাঁকে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ইন্সপেক্টর এ ভি টিলভা জানিয়েছেন, মৃত ব্যাঙ্ক মিত্র ২৭ বছরের রামভাই ভিলারাইয়া ও তার এক সহকর্মী কিশোর অভিযুক্ত ভিখুভাইয়ের সঙ্গে ২০ শতাংশ কমিশনের বিনিময়ে বাতিল নোট বদলে নতুন নোট দেওয়ার বোঝাপড়া করেছিলেন। সেইমতো ভিখুভাই ভিলারাইয়া ও কিশোরকে নতুন নোটে ৯ লক্ষ টাকা নিয়ে শহরের নিকটবর্তী মাগরওয়াড়া গ্রামে আসতে বলে। মাগরওয়াড়ার এলে কোনও একটি বিষয় নিয়ে ভিলারাইয়াদের সঙ্গে ভিখুভাই ও তার আরও তিন সঙ্গীর বচসা বেধে যায়। ভিখুভাইয়ারা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। ভিলারাইয়া তাদের বাধা দিলে ভিখুভাই তাকে ছুরি দিয়ে আঘাত করে। হামলায় কিশোরও জখম হন। ছুরির আঘাতে ভিলারাইয়ার মৃত্যু হয়। কিশোর হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ডাকাতি ও খুনের মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রথমে জানিয়েছিল, ভিলারাইয়া এইচডিএফসি ব্যাঙ্কের কর্মী। কিন্তু পরে ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়, ভিলারাইয়া তাঁদের কর্মী ছিলেন না। তিনি চুক্তির ভিত্তিতে ‘ব্যাঙ্ক মিত্র’ হিসেবে কাজ করছিলেন।